বাঞ্চারামপুর প্রতিনিধি | রবিবার, ১০ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 494 বার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাচ্চু মিয়া (৩২) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ নভেম্বর২০১৯) সকালে উপজেলার দড়িকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামের চক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাচ্চু তেজখালী ইউনিয়নের বিষ্ণুরামপুর (বাড়াইলচর) গ্রামের হারিছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বাচ্চু বিষ্ণুরামপুর বাজারে পেঁয়াজের ব্যবসা করতেন। শনিবার (০৯ নভেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরেননি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজ করলেও তার কোনো সন্ধ্যান মেলেনি। রোববার সকালে খাল্লা গ্রামের একটি চকে বাচ্চুর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হবে। তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |