| শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 1047 বার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার ছলিমাবাদ বাজারে অভিযান চালিয়ে আঙুর হোসেন (৩২) ও জগৎ মাওলা ওরফে সিদ্দিকুর রহমান (৪০)নামের ও্ দুই জনকে আটক করা হয়। আটককৃতরা ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ গ্রামের মনা মিয়া ও মৃত মাতু মোল্লার ছেলে।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশু কুমার দেব জানান, দেড় মাস আগে স্থানীয় (ব্রাহ্মণবাড়িয়া-৬) আসনের সংসদ সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও তাকে একাধিকবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রাণনাশের হুমকি দেন। তারা বিভিন্ন সময় ‘এস.অার সংগঠন জামায়াত’ নামে একটি ফেসবুক আইডি থেকে এ হুমকি দেন। এছাড়া বিগত দেড় বছরে বাঞ্ছারামপুর উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ককটেল হামলার দায় স্বীকার করা হয় ওই আইডি থেকে। এ বিষয়টি নিয়ে পুলিশের আইটি বিশেষজ্ঞ টিম কাজ শুরু করে এবং এই দুজনকে হুমকিদাতা হিসেবে শনাক্ত করে। আটকদের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা দিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে যুক্ত করেন পুলিশের এই কর্মকর্তা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |