ডেস্ক | রবিবার, ০২ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 804 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের প্রাইমারী স্কুলের মাঠে বৃষ্টির পানি জমে থাকার কারনে ছাত্রছাত্রীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে । বৃষ্টি হলেই মাঠে জমে হাঁটু পানি। স্কুলর দক্ষিনে সরকারী রাস্তা,পশ্চিম ও উত্তর পার্শ্বে পুকুর পাড়,পূর্ব পার্শ্বে বাড়ি থাকার কারনে বৃষ্টির পানি সরতে না পারায় মাঠে পানি জমে থাকে মাসের পর মাস। স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশন করা সম্ভব হচ্ছেনা, তাছাড়া মাঠে পানি থাকার কারনে ছাত্রছাত্রীরা খেলাধূলা করতে পারছেনা। পানি জমে থাকার কারনে শিক্ষক শিক্ষিকারা টয়লেট ব্যবহার করতে পারছেনা। ছাত্রছাত্রীদের অভিভাবকরা জানান মাঠে পানি থাকার কারনে ছোট ছোট বাচ্চারা অনেক সময় পিচ্ছিল খেয়ে পড়ে গিয়ে খাতাপত্র পানিতে ভিজিয়ে ফেলে । দীর্ঘ দিনের জমে থাকা পানি দিয়ে আসা যাওয়ার কারনে অনেকের পা চুলকানী এবং সর্দি কাশি হয়েছে । পানি পচেঁ দুগর্ন্ধে পরিবেশ নষ্ট হওয়ার আশংখা দেখা দিয়েছে । ১৯৯৪ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পরও এখন পর্যন্ত রয়েছে বিভিন্ন সমাস্যা। স্কুলের শ্রেনী কক্ষের অভাব, একটি মাত্র নলক’প তাও আর্সেনিক যুক্ত।বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ৩শ জন। এ ব্যাপারে স্কুল কমিটির সভাপতি মাহবুবুর রহমান জুয়েল জানান, এসমাস্যা দীর্ঘদিনের। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে । উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জরুরী ভিত্তিতে মাটি ভরাটসহ স্কুলের বিভিন্ন সমাস্যা সমান করা হবে ।
এম এ আউয়াল :
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |