| বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 890 বার
জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ এরশাদ এর উপদেষ্টা কাজি মামুনুর রশিদ বলেন, ক্ষমতায় আসতে গেলে বিএনপি ও আওয়ামীলীগ জাতীয় পার্টি ছাড়া রাষ্ট্রিয় ক্ষমতায় যেতে পারে না। পাশাপাশি আগামি নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করার প্রস্তুতি গ্রহন করছে।
তিনি গত বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ করে ইসলামকে বিতর্ক করাার ষরযন্ত্র চলছে। জাতীয় রাজনীতিতে তারেক রহমানের স্ত্রী যোবায়দা রহমানের আগমনকে স্বাগত জানান।
সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে যৌথসভায় উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা যুব সংহতির সভাপতি মোকাব্বের হোসেন, জেলা জাতীয় পার্টি নেতা আনিসুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোসলেম উদ্দিন মৃধা, জেলা জাতীয় পার্টির সদস্য ও সাবেক সভাপতি এটিএম আব্দুল্লাহ প্রমূখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |