বিজয়নগর প্রতিনিধি | শনিবার, ২৬ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 381 বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি রিভালবার ও দুই রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গত শুক্রবার সকাল ১০টায় উপজেলার খাটিঙ্গা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, খাটিঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে বাবুল মিয়া-(৩৬) ও হাবিবুর রহমানের ছেলে সেলিম খন্দকার-(৩০)।
গত শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য জানান।
সংবাদ সম্মেলরে র্যাবের কোম্পনী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, আটক বাবুল ও সেলিম অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত। তারা অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি রিভালবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |