প্রতিনিধি | বৃহস্পতিবার, ০২ জুন ২০১৬ | পড়া হয়েছে 916 বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের কাছে বড়ই বাগানের মাটি খুঁড়ে পাপন (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ৩০ মে দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত কিশোর বিষ্ণুপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
চম্পকনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসঅাই) মো. মহিউদ্দিন জানান, ২৫ মে রাত সাড়ে অাটটার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় পাপন। এরপর অনেক খুঁজেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। সোমবার দুপুরে স্থানীয় দানা মিয়ার বড়ই বাগান থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয় জনগণের সন্দেহ হয়। এর সূত্র ধরে বাগানের মাটি খুঁড়ে পাপনের মরদেহ দেখতে পায় তারা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |