| রবিবার, ২১ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 908 বার
বিজয়নগর জম্মাস্টমী উদযাপন পরিষদের সভা অনুস্টিত।জম্মস্টমী পালনের সিধান্ত গৃহিত।
বিজয়নগরঃভগবান শ্রী কৃষের জম্মাস্টমী উদযাপন পরিষদের উদ্যেগে গত শনিবার শ্রী শ্রী রাধা গৌবিন্দ আশ্রমে জম্মস্টমী উদযাপন পরিষদের আহব্বায়ক মৃনাল চৌধুরী লিটনের সভাপতিত্বে সভা অনুস্টিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন বিজয়নগর পূঁজা উদযাপন পরিষদের সভাপতি অশোক রায় চৌধুরী।তিনি সভায় বলেন আগামী ২৫ আগস্ট শ্রী শ্রী কৃষের জম্মস্টমী সুন্দর ও সফল ভাবে করতে হবে।শ্রী কৃষ হচেছ কলি যুগের অবতার,তিনি এই ধরাধমে যুগে যুগে আসেন।এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন বিজয়নগরে পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রবীর চৌধুরী রিপন,জম্মস্টমী পরিষদের সদস্য সচিব সঞ্জয় রায় পোদ্দার, সদস্য রবীন্দ্র ঋষি,সুশীল সরকার,রায় মোহন চৌধুরী অপুর্ব দেব প্রমুখ।সভায় সব সম্মতিএমে শ্রী কৃষের জম্মস্টমী পালনের সিধান্ত গৃহীত হয়।এবং বিজয়নগর কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী রাধা গৌবিন্দ থেকে আশ্রম থেকে এক শোভাযাএা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মন্দিরে এসে আলোচনা সভায় সিধান্ত গৃহীত হয়।জম্মস্টমীর শোভাযাএায় সকলকে উপস্থিত থেকে শোভাযাএা টি সফল করার জন্য সকলের প্রতি আহব্বান জানান জম্মস্টমী উদযাপন পরিষদের নেতবৃন্দরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |