| শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 882 বার
বিজয়নগরে ট্রাক ভর্তি সরকারি চাল আটক করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে চান্দুরা-আখাউড়া সড়কের পত্তন ইউনিয়নের খিরাতলা নামক স্থান থেকে ট্রাকটি আটক করা হয়। চালের বস্তায় সরকারি সিল থাকায় উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, রাত আনুমানিক ২টার দিকে সড়কের খিরাতলা নামক স্থানে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের সংশ্লিষ্ট লোকজন দ্রুত সটকে পড়েন। পরে তার ট্রাকে তারা সরকারি সীলযুক্ত অনেকগুলো বস্তা দেখতে পান। চাল গুলো সরকারের ১০ টাকা কেজি দরে গরিবদের কাছে বিক্রয়ের চাল। পরে ২ শতাধিক বস্তায় ১৩ টনেরও অধিক চাল পাওয়া যায়। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ বলেন, রাতে টহল পুলিশ চালসহ ট্রাকটি আটক করে। আমি তদন্তের জন্য ইউএনও’র কাছে সোপর্দ করি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |