বিজয়নগর প্রতিনিধি | শুক্রবার, ০১ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 365 বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির ৮৮ হাজার টাকা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া এবং উপজেলার নোয়াবাদী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়ার মোঃ শাহ্ পরান-(৩৫) এবং নোয়াবাদী গ্রামের মোশারফ মিয়া-(২০)।
শুক্রবার দুপুরে গনমাধ্যম কর্মীদের কাছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র্যাব সদস্যরা বৃহস্পতিবার রাত দুইটার দিকে বিজয়নগর উপজেলার উথারিয়াপাড়ার গ্রামের মাদক ব্যবসায়ী শাহ্ পরানকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে তার ঘরে তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ৮৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে একই রাতে র্যাব সদস্যরা উপজেলার নোয়াবাদী গ্রামে অভিযান চালিয়ে ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোশারফ মিয়াকে আটক করে। এ ব্যাপারে বিজয়নগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |