বিজয়নগর প্রতিনিধি | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ | পড়া হয়েছে 149 বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫০০শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আবদুর রহমান ওরফে কালু মিয়াকে-(২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ১৫ই জানুয়ারি, ২০২২ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কালু মিয়া চানপুর গ্রামের শাফি উদ্দিন মিয়ার ছেলে।
উপজেলার আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ সামসুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে মাদক ব্যবসায়ী আবদুর রহমান ওরফে কালু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে কালু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার বসত ঘরের তোষকের নিচ থেকে ৫০০শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |