বিজয়নগর প্রতিনিধি | বুধবার, ২০ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 348 বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মুকুন্দপুর মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার সেজামুড়া মুক্তিযোদ্ধা ক্লাব প্রাঙ্গনে পতাকা উত্তোলনের মাধ্যমে দিসবের সূচনা করা হয়।
পরে মুক্তিযোদ্ধা হাজী মোঃ দবির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সুলতান মাহমুদ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার, জেলা পরিষদের সদস্য মোঃ জহিরুল ইসলাম ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সেজামুড়া মুক্তিযোদ্ধা ক্লাবের সভাপতি মোঃ শামীম আহমেদ ভূইয়া। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য ১৯৭১ সালে ১৯ নভেম্বর মহান স্বাধীনতার যুদ্ধ চলাকালে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর, সেজামুড়া ও তার আশপাশ এলাকা শত্রুমুক্ত হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |