প্রতিনিধি | মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 1116 বার
সারা দেশের ন্যায় বিশ্ব ভোক্তা দিবস পালন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সেমিনার ও র্যালী কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ মার্চ দুপুরে অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মার্চ সকালে বিশ্ব ভোক্তা দিবস পালন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে এক সেমিনার জেলা পরিষদ মিলনায়তনে কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা,সহকারী কমিশনার ভূমি আলী আফরোজ, কসবা হাসপাতালের আরএমও ডা:গোলাম মোস্তফা,কায়েমপুর চেয়ারম্যান আমজাদ হোসেন, কসবা টিআলী বিশ্ব বিদ্যালয় কলেজের উপাধাক্ষ একে আজাদ,কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জিয়াল হুদা শিপন প্রমুখ। র্যালী বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন। সেমিনারের সাংবাদিক,শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রিণী পেশার মানুষ অংশ নেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |