প্রতিনিধি | শনিবার, ০২ এপ্রিল ২০১৬ | পড়া হয়েছে 1002 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বীরগাও ইউনিয়নের কয়েকটি কেন্দ্রের ফলাফল পাল্টে দিয়ে আওয়ামীলীগ প্রার্থীকে পরাজিত করার অভিযোগ উঠেছে। প্রশাসনের এই তৎপরতায় গত শুক্রবার আওয়ামীলীগের ক্ষুব্দ কয়েক হাজার কর্মী সমর্থক উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন ঘেরাও করার চেষ্টা চালায়। এসময় বিজিবি’র সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আওয়ামীলীগ প্রার্থী জহির রায়হানের সঙ্গে আলোচনায় বসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজিবি কর্মকর্তা। বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাহী কর্মকর্তার বাসার দিকে এগিয়ে যায়। নির্বাচন বাতিল এবং অর্থের বিনিময়ে বিদ্রোহী আ’লীগ নেতার পক্ষ নেয়ায় নির্বাহী কর্মকর্তা আজিজুল হক এবং ওই দিন বীরগাওয়ে দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ আলীর অপসারন দাবী করেন। আ’লীগ প্রার্থী জহির রায়হান অভিযোগ করেন, বৃহস্পতিবার ভোট চলাকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ আলী আমতলী কেন্দ্রে বসে ছিলেন। তিনি আ’লীগের সমর্থকরা ভোট দিতে এলে তাদের তাড়িয়ে দেন। অন্য কেন্দ্রের অনিয়মের কথা বলে তিনি অকথ্য ভাষায় কথা বলেন। ওই কেন্দ্রে পুলিশও বাড়াবাড়ি করে। আমতলী কেন্দ্রে পুলিশের এসআই অহিদ আ’লীগের সমর্থক ওবায়দুলকে মারধোর করে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। দূর্গারামপুর কেন্দ্রে আমার দুশো ভোট নষ্ট করা হয় প্রশাসনের সহায়তায়। চর কেদারখলা কেন্দ্রে ৮’শ ভোট পেয়েছিলাম। কিন্তু এই ফলাফল পাল্টে ৪’শ বানানো হয়। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে অস্ত্র ঠেকিয়ে ফলাফল পাল্টে দেয়া হয়। একারনে রাত ৮ টা পর্যন্ত ভোট বাক্স আটকে রাখা হয়। স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদ তার ভাইদের নিয়ে কেন্দ্রে ককটেল হামলা চালান এবং সবাইকে অবরুদ্ধ করে ফল পাল্টায়। পরিকল্পিত ভাবে আওয়ামীলীগকে হারানো হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ ছিলেন এই মিশনের নেতৃত্বে। নানা রকম কায়দা কৌশল করে গভীর রাতে এই ইউনিয়নের ফলাফল ঘোষনা করা হয়। এতে আওয়ামীলীগ প্রার্থীকে ৩’শ ভোটে পরাজিত দেখানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক বলেন, তিনি নির্বাচনের দিন এসব অভিযোগ করেননি কেন। গোলাম আযমের বাড়ি নবীনগর এটি তার জানা নেই বলেও জানান। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ আলী বলেন, আমি কারো পক্ষে ছিলামনা। কেউ আমাকে ফোনে অনুরোধ করতেই পারেন। কিন্তু আমি কাজ কি করেছি সেটা দেখার বিষয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |