বার্তা প্রেরক | বুধবার, ২০ এপ্রিল ২০১৬ | পড়া হয়েছে 1021 বার
গত মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরে আ’লীগের মনোনয়নের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। জানা যায়, সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলার ৩নং সুহিলপুর ইউনিয়নের বৃহত্তর সুহিলপুর গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় গরুর বাজারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরুব্বি বাচ্চু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তানজু মিয়া, সহ সভাপতি মোশাররফ হেসেন, কালু মিয়া, আক্তার হোসেন প্রমুখ। বক্তারা সুহিলপুর গ্রাম থেকে একজন প্রার্থীকে আ’লীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রদানের জন্য জেলা আ’লীগের প্রতি দাবী জানান। মানববন্ধনে গ্রামের কয়েক হাজার গ্রামবাসী অংশ নেয়।
উল্লেখ্য, এই ইউনিয়নের ২৮ হাজার ভোটারের মধ্যে বৃহত্তর সুহিলপুর গ্রামে ভোট রয়েছে ২১ হাজারের অধিক।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |