| রবিবার, ২১ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 749 বার
ব্রাহ্মণবাড়িয়ার ৯ উপজেলার ১০৯৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত রবিবার সকালে একযোগে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ,মা-সমাবেশ এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক পৌর এলাকার ভাদুঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সুব্রত কুমার বণিক মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যাতে দেশ, সমাজ ও পরিবারের সেবা করতে পারে এবং তার মানবিক গুণাবলী বিকশিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। বিদ্যালয়ের ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল ফজল উক্ত সভায় উপস্থিত ছিলেন। সমাবেশের উপস্থাপনায় ছিলেন ভাদুঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |