স্টাফ রিপোর্টার : | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০১৬ | পড়া হয়েছে 565 বার
গত বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহি বাসচাপায় ৪ অটো রিকশার যাত্রী নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আর এক নারী মাধবপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তবে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস ( ঢাকা মেট্রো ব ১৪-৭৩১২ ) উপজেলার শশই এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক সানাউল্লাহ সহ তিন জন মারা যায়। এ ঘটনায় এক নারী গুরুতর আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয়রা বাসটিকে আটক করতে পারলেও এর চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। ইসলামপুর ফাঁড়ির এসআই গোলাম মোস্তাফা জানান, সড়ক দূর্ঘটনায় নিহতের লাশ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক করা হলেও গাড়ির স্টাফরা পালিয়ে যায়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |