স্টাফ রিপোর্টার | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২ | পড়া হয়েছে 242 বার
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক প্রতিমন্ত্রী ডাঃ ফরিদুল হুদার ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার ১৪ই জানুয়ারি, ২০২২ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির আয়োজনে ঐতিহ্যবাহী গুটিদারা খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশ গ্রহন করে বিবাহিত ও অবিবাহিতদের দুটি দল।
বিকেল ৩টায় পৌর এলাকার শেরপুর মাঠে দলনেতা শাহআলম মিয়ার নেতৃত্বে বিবাহিত দল ও আরিফ মিয়ার নেতৃত্বে অবিবাহিত দল খেলায় অংশ নেয়।
টসে জিতে প্রথমে খেলা শুরু করে অবিবাহিত দল। তারা ৪০ মিনিটে ১৩ পয়েন্ট অর্জন করে। পরে বিবাহিতরা খেলা শেষ হওয়ার ২ মিনিট আগেই ১৪ পয়েন্ট করে জয়ী হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নাঈম রহমান, হুমায়ূন মিয়া, কালা মিয়া ও রকি।
বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমীন, সমাজ সেবক আলী আজম, জামিনুর রহমান, নদী নিরাপত্তার সামাজিক সংগঠন (নোঙর), ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি শামীম আহমেদ প্রমুখ।
উল্লেখ্য ২০০৭ সাল থেকে সাহিত্য একাডেমীর উদ্যোগে গুটিদারা খেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |