শফিকুল ইসলাম সোহেল | সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 165 বার
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসব মুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জাসদের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদের স্থায়ী কমিটির সদস্য মঞ্জুর আহমেদ মঞ্জু।
বাংলাদেশ জাসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়া কারদার নিয়নের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফসির ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আ.স.ম ছালেহ সোহেল, সাধারণ সম্পাদক মঈনুুুুল ইসলাম শামীম, সুনামগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক সালেহ চৌধুরী শুভ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাসদকে তার অতীত আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় অবশ্যই ফিরে আসতে হবে। গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামকে আরো বেগবান করতে হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |