প্রতিনিধি | বুধবার, ২৯ জুন ২০১৬ | পড়া হয়েছে 303 বার
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের উদ্যোগে পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার শহরের পৌর আধুনিক সুপার মার্কেট চত্ত্বরে শতাধিক পথশিশুর মাঝে ইফতার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) সোনিয়া পারভীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো. আবু সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. লোকমান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পথ শিশুরা আমাদের থেকে ব্যতিক্রম নয়। তারাও একদিন আমাদের মতো হয়ে দেশের উন্নয়নে কাজ করবে। অসহায় এসব পথশিশুদের সাহায্যার্থে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পরে আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম, শহর উপ-পরিদর্শক (টিএসআই) সোহাগ রানা প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |