ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : | সোমবার, ১৭ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 305 বার
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর এলাকায় রেললাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়া আহত রিপনের (১২) মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ১৬ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়। সে ভাদুঘর গ্রামের ভূঁইয়া পাড়ার বাসিন্দা।
এর আগে একই ঘটনায় একই পাড়ার কাউছার মিয়ার ছেলে শুভ (১২) ও আনিস মিয়ার ছেলে পারভেজ (১৪) ঘটনাস্থলে মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসঅাই) সানাউল ইসলাম জানান, সকালে ভাদুঘর ভূঁইয়াপাড়া এলাকায় বাড়ির পাশে রেললাইনে বসে শুভ, পারভেজ ও রিপন কথা বলছিল। তখন ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। এসময় তারা মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করতে গেলে তিনজনই বিপরীত দিকে থেকে আসা ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই শুভ ও পারভেজের মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত রিপনকে তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |