প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 1087 বার
আইসিসি কর্তৃক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং এ্যাকশন অবৈধ ঘোষণা করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ‘ড্রীম ফর ডিজঅ্যাবিলিটি’ নামে শারীরিক প্রতিবন্ধীদের এক সংগঠনের উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ‘ড্রীম ফর ডিজঅ্যাবিলিটি’ সংগঠনের সদস্যরা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ মুখে কালো কাপড় বেধে ও হাতে বিভিন্ন প্লে-কার্ড-ব্যানার নিয়ে অংশগ্রহণ করে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে মৌন প্রতিবাদ জানান।
মানবন্ধনে সভাপতিত্ব করেন ‘ড্রীম ফর ডিজঅ্যাবিলিটি’ সংগঠনের সভাপতি ও শারীরিক প্রতিবন্ধী হেয়াত উল্লাহ্ মুন্না। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুল অ্যন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপন, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম ভূইয়া, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মুক্তি খান, যুব মহিলা লীগ নেত্রী ফারহানা মিলি প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |