প্রতিনিধি | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 455 বার
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের সদস্যদের সাথে “দুর্নীতি প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা” শীর্র্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভুইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকের ছাত্র সমাজকে আগামী দিনের ভবিষ্যত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ ও অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবদুল মান্নান সরকার, সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি আজিজুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটি আখাউড়া উপজেলা শাখার সভাপতি শাহজাদা খাদেম প্রমুখ।
সভায় বিদ্যালয়ের ছাত্ররা দুর্নীতি না করার শপথ গ্রহণ করে। শপথ বাক্য পাঠ করান অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন। সভায় উপস্থিত ছিলেন, দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রধান শিক্ষক চাঁদ সুলতানা খানম, প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক মোঃ জুরু মিয়া, প্রধান শিক্ষক মোঃ শাহেদ আলী প্রমুখ।
সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মুখলেছুর রহমান খানের মৃত্যতে গভীর শোক প্রকাশ করা হয় এবং এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |