| সোমবার, ১৫ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 326 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গত সোমবার ১৫ আগস্ট বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনের ড্রিল শেডে নিজের রক্ত দেওয়ার মধ্য দিয়ে এ কর্সসূচির সূচনা করেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম রক্ত দিয়েছে। তারা আজ দেশের মানুষের জীবন বাঁচাতেও রক্তদানের জন্য প্রস্তুত।
রক্তদান কর্মসূচিতে পুলিশ সুপার ছাড়াও সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) রাজন কুমার দাসসহ ১০ পুলিশ সদস্য স্বেচ্ছায় এক ব্যাগ করে রক্ত দেন।
রক্তদান কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম ও জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার সোনিয়া পারভীন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |