ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 836 বার
পোল্ট্রি মুরগীর বাচ্চা ও ফিডের দাম কমানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও মিছিল হয়েছে। গত মঙ্গলবার ১৫ নভেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে পোল্ট্রি ফিড ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন হয়। পরে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। এতে জেলার বিভিন্ন স্থানের কয়েক’শ পোল্ট্রি ফিড ব্যবসায়ী অংশ নেন।
পোল্ট্রি ফিড ব্যবসায়ী মলিক সমিতির সভাপতি এমদাদুল বারীর সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন পোল্ট্রি ফিড ব্যবসায়ী মলিক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ-সভাপতি সায়েদুর রহমান ও আনোয়ার মিয়া,শেখ ওয়াশিম,জাহাঙ্গীর মিয়া প্রমুখ। বক্তারা বলেন- সরকার বয়লার বাচ্চা ৩২ টাকা ও লেয়ার বাচ্চার মুল্য ৩৪ টাকা নির্ধারন করলেও স্বার্থান্বেষী মহল বয়লার বাচ্চা বিক্রি করছে ৭০ টাকায় এবং লেয়ারের বাচ্চা বিক্রি করছে ১০৫ টাকায়। পাশাপাশি মুরগীর খাবারের দাম বৃদ্ধি করায় প্রত্যেক খামার মালিক বিরাট লোকসানে পড়েছেন। এক হাজার বাচ্চা ৩ মাস পালন করার পর ২৫ থেকে ৩০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি খামার বন্ধ হয়ে গেছে। তারা পোল্ট্রি মুরগীর বাচ্চা ও ফিডের দাম কমানোর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |