প্রেস বিজ্ঞপ্তি | বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 473 বার
অদ্য ০৪ আগস্ট ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ শাহাবুদ্দিন এর নেতৃত্বে গত রাত ১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কালাছড়া গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া রাত পৌনে ২টায় কর্ণেল বাজার সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা শ্রী মনোরজ্ঞন বিশ্বাস এর নেতৃত্বে আখাউড়া উপজেলার আইরোল এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালে ২৮ বোতল হুইস্কি জব্দ করে। অপরদিকে ০৩ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৩টায় গংগাসাগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আবু বক্কর ছিদ্দিক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার গোইনপুর এলাকা হতে পিকআপ ভর্তি ১০৫০ কেজি পিরানহা মাছসহ একজনকে আটক করেছে বিজিবি। আকটকৃত আসামী হলেন- মোঃ ফারুক মিয়া (৩৫), পিতা-মৃত হারিছ মিয়া, গ্রাম-মন্দভাগ, পোঃ-কাইয়ুমপুর, থানা-কসবা এবং জেলা-ব্রাহ্মণবাড়িয়া। ধৃত আসামীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, আখাউড়া উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান হলে আসামী অর্থদন্ডের টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয় এবং মাছগুলি ধ্বংস করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |