শামীম -উন -বাছির : | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 1226 বার
এক ব্যবসায়ীকে খুন করেছে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন। নিহত ব্যবসায়ীর নাম জহিরুল হক। সোমবার সন্ধ্যা ৭ টায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিএনজি অটোরিক্সাযোগে বাড়ি ফেরার পথে শহরের দাড়িয়াপুর নামক স্থানে রেল গেইটের কাছে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায় । এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৯ টায় নিহতের গ্রামের বাড়ি সদর উপজেলার পয়াগ এলাকায় উত্তেজিত লোকজন প্রতিপক্ষ বসু মিয়ার পক্ষের লোকজনের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে।পুলিশ সূত্রে জানা যায়, পয়াগ গ্রামে সিরাজ মেম্বার ও বসু মিয়ার মধ্যে ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ হয়। এ ঘটনায় বসু মেম্বারের লোকজন সোমবার সন্ধ্যায় সিরাজ মেম্বারের পক্ষের এক ব্যবসায়ীকে খুন করে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে সিরাজ মেম্বারের লোকজন বসু মিয়ার পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে ৮/৯ টি বাড়িতে অগ্নি সংযোগ, ব্যাপক ভাংচুর করে। এলকায় পরিস্থিতি এখনো থমথমে। পরবর্তী অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |