শামীম -উন -বাছির : | সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬ | পড়া হয়েছে 634 বার
অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধে ১০ ডিসেম্বর সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।
এবারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুই হাজার ৪৫১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে মোট ৫ লাখ ১৭ হাজার ১১০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার ৫ ডিসেম্বর সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
কর্মশালায় জানানো হয়, জেলায় ৫ লাখ শিশুর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৪ হাজার ২১২ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬২ হাজার ৮৯৮ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী, স্বেচ্ছাসেবক ও প্রথম সারির সুপারভাইজার মিলে মোট ৮ হাজার ৪৮৪ জন কর্মী এ ক্যাম্পেইন সফল করতে কাজ করবেন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আব্দুল কাদির নোমানের সঞ্চালনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মূল তথ্য উপস্থাপন করেন জেলা পুষ্টি সাপোর্ট কর্মকর্তা শারমীন রহমান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |