প্রতিনিধি | শুক্রবার, ১৩ মে ২০১৬ | পড়া হয়েছে 322 বার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার ১২ মে দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। অভিযানে শহরের মহাদেব পট্টি এলাকার ভোলাগিরী মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার, প্রাপ্তি বেকারিকে ১০ হাজার ও স্টেশন রোডের অমৃত হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট অধ্যাদেশ, ১৯৮২ অনুসারে এ তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তার সঙ্গে জেলা মার্কেটিং অফিসার মো. নাজমুল হকসহ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |