শামীম-উন-বাছির : | মঙ্গলবার, ০৯ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 466 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের চিহ্নিত তিন দালালকে ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১ মাস করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দুপুর ১টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এই অর্থদন্ড প্রদান করেন। অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, পৌর এলাকার মধ্যপাড়ার মরহুম মকবুল মিয়ার ছেলে জালাল মিয়া-(৩৫), পাইকপাড়া এলাকার হারাধন বিশ্বাসের স্ত্রী মায়া রাণী বিশ্বাস-(৫০) ও উত্তর মৌড়াইলের লিটন মিয়ার স্ত্রী পাপিয়া-(৩০)।
আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন।
এর আগে দুপুর ১২টার দিকে জেলা সদর হাসপাতাল থেকে দালাল চক্রের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস বলেন, দন্ডপ্রাপ্তরা সকলেই তাদের দোষ স্বীকার করেছেন। তিনি বলেন, ভ্রাম্যমান আদালত আইনে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |