ষ্টাফ রিপোর্টার | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 1116 বার
গত বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মাঈনুদ্দিন চিশতী জানান, দুপুর ১২টায় উপজেলার হরষপুর ইউনিয়নে নিদারাবাদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র জহিরুল ইসলাম আকাশ (১৩) সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দারিয়াপুর নামক স্থানে পৌছলে পেছন থেকে একটি বালুবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। সে পাহাড়পুর ইউনিয়নের বুটানবাড়ি গ্রামের আনসর আলীর পুত্র। এলাকাবাসী ট্রাক্টরটিকে আটক করতে সক্ষম হলেও এর চালক পালিয়ে যায়। বিজয়নগর থানা ওসি তদন্ত মেসবা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |