প্রতিনিধি | রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫ | পড়া হয়েছে 963 বার
ব্রাহ্মণবাড়িয়ায় আট মন গাঁজা উদ্ধার করেছে বিজিবির ১২ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় দুই মাদক ব্যবসায়ী এবং গাঁজাবাহী একটি ট্রাক আটক করা হয়। গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ২ নং গ্যাস ফিল্ড এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গাঁজা উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়।
আটক যুবকরা হলেন, বগুড়া জেলার সোনাতলা গ্রামের মোঃ আব্দুস সামাদ ২৪ ( ট্রাক চালক) এবং একই এলাকার মোঃ শাহ আলম-(২৮)।
বিজিবির সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ট্রানজিট ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আলী আরশাদ কুমিল্লা-সিলেট মহাসড়কের ২ নং গ্যাস ফিন্ড এলাকায় অভিযান পরিচালনা করে একটি ট্রাক আটক করে। ট্রাকে তল্লাশী চালিয়ে আট মন গাঁজা উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়।
এ ব্যাপারে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ নজরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত গাঁজাসহ ট্রাক এবং আটক দু’জনকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |