ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 2154 বার
ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার সময় ৭ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার নয়নপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নয়নপুর গ্রামের আব্দুল হেকিম-(৫০), তোফায়েল মিয়া-(৪৪), দুলাল মিয়া-(৪৩), পুনিয়াউট গ্রামের জায়েদ মিয়া-(৪৩), একই এলাকার খায়ের মিয়া-(৪০), ছয়বাড়িয়া গ্রামের রায়েছ মিয়া-(৪০) এবং মুখলেছ মিয়া-(৪০)। অভিযান কালে বেশ কয়েকজন জুয়ারি পালিয়ে যায়।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী সদর থানার এ. এস.আই মিজানুর রহমান বলেন, গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়ারিকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, গ্রেপ্তারকৃতদেরকে গতকাল সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |