স্টাফ রিপোর্টার | রবিবার, ১০ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 519 বার
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সজীব মিয়া (২২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। (রোববার ১০ নভেম্বর ২০১৯) সকাল ৬টার দিকে সদর উপজেলার ভাদুঘর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব সদর উপজেলার কাছাইট গ্রামের মুর্তুজ আলীর ছেলে।
পুলিশ জানায়, সকালে সদর উপজেলার মাছিহাতা এলাকা থেকে যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি যাচ্ছিলেন সজীব মিয়া। পথিমধ্যে ফাঁটাপুকুরপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার অটোরিকশাটিকে (বি-বাড়িয়া-থ ১১২৪২৪) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সজীব মারা যান। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের নাম জানা যায়নি।
নিহত সজীবের মামি আফিয়া বেগম জানান, সজীব কাতারে থাকত। গত দুই মাস আগে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সে দেশে ফিরে আসে। নতুন করে ভিসা নিয়ে কাতারে যাওয়ার চেষ্টা করছিল সজীব।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |