ষ্টাফ রিপোর্টার | রবিবার, ২৪ জানুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 1234 বার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি জান্নাতুল ফেরদৌস এস.এস.সি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, যথাযথ ভাবে পরীক্ষার উত্তরপত্র পূরণ করে মনোযোগের সাথে শিক্ষা জীবনের অর্জিত জ্ঞানের প্রয়োগ করে কৃতিত্বের মাধ্যমে পাশ করে আলোকিত মানুষ হও। তিনি বলেন, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নয় সুশৃংখল জীবনের অধিকারী হয়ে তথ্য প্রযুক্তির শিক্ষা নিয়ে আলোকিত মানুষ হওয়াটাই তোমাদের লক্ষ্য হওয়া উচিৎ। তিনি গতকাল ২৩ জানুয়ারী শনিবার ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ২৮২ জন এস.এস.সি পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা ২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল এর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক পংকজ কুমার রায়, সহকারী শিক্ষক আবদুর রকিব, নাছরীন নাজমীন জাহান মুনমুন, হাফিজুর রহমান। পরীক্ষার্থীদের মধ্যে দোয়া চেয়ে বক্তব্য রাখেন অন্ধ ছাত্র মোঃ আনোয়ার হোসেন, পরীক্ষার্থী আবদুল আজিজ ও মোঃ আজিম। এর আগে একই স্থানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহানবী রাসুল (সাঃ) এর জীবনাদর্শ আলোচনায় বার্ষিক মিলাদ মাহফিলে মহানবীর অনুসৃত ও আলাহ্র নির্দেশিত সুশৃংখল জীবন গড়ার আহবান জানিয়ে ধর্মীয় আলোচনা করেন হযরত মাওলানা শাহীন আহমেদ মুজাহিদী, মাওঃ আবু বকর সানী এবং মাওঃ আব্দুলাহ্। বিভিন্ন শ্রেণীর ছাত্রগণ নবীজীর শানে হামদ না’ত পরিবেশন করে। অনুষ্ঠানে হামদ না’ত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধিত করে এডমিট কার্ড, জ্যামিতি বক্স স্কেল প্রভৃতি পরীক্ষা সরঞ্জামাদী প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন হেড মাওলানা ফরিদ আহমেদ ও সহকারী শিক্ষক মোঃ ইয়াছিন মিয়া।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |