প্রতিনিধি | রবিবার, ১২ জুন ২০১৬ | পড়া হয়েছে 388 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের কয়েদি ওমর আলী (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপারিনটেন্ডেন্ট নুরুন্নবী ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওমর আলী বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গ্রামের মিজান মিয়ার ছেলে। তিনি স্থানীয় উজানচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।
কারা সুপারিনটেন্ডেন্ট নুরুন্নবী ভূঁইয়া জানান, গত ৬ মে একটি চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় বাঞ্ছারামপুর থানা পুলিশ। ওই কয়েদির শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |