| শনিবার, ১৩ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 1022 বার
বাংলাদেশ স্কাউটস এর সভাপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ বলেছেন স্কাউটিং আন্দোলন জীবনে কিছু করার শিক্ষা দেয়, এ শিক্ষায় মানুষ জ্ঞান দক্ষতায় সবার চেয়ে এককদম এগিয়ে থাকে। একে অপরকে সাহায্য করা, ভ্রাতৃত্ববোধ সৌহার্দ সম্প্রীতির দৃঢ় বন্ধন সৃস্টি করে। স্কাউটিং চরিত্র গঠনের শিক্ষা দেয়, নতুন প্রজন্মকে স্কাউটিং আন্দোলনে সম্পৃক্ততার গুরুত্ব অপরিসীম । তিনি স্কাউটিং আন্দোলনে সম্পৃক্ত হয়ে জীবনের সময়কে সর্বোৎকৃষ্ট ব্যবহার করার জন্য সকলের প্রতি আহবান জানান।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিয়াম ল্যাবরেটরী স্কুলে বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫ দিন ব্যাপী ৯২ তম স্কাউট লীডার বেসিক কোর্সের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
বাংলাদেশ স্কাউটস এর এক্সটেনশন স্কাউটিং বিভাগের সহযোগিতায় কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপনায় কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে কোর্স লীডার আনোয়ারুল ইসলাম শিকদারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) মোঃ মহসীন, জাতীয় কমিশনার সংগঠন আখতারুজ্জামান খান কবীর, জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) কাজী নাজমুল হক নাজু, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর সভাপতি ও জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। মোঃ আবুল খায়ের এলটির পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আসাদুজ্জামান। উদ্ভোধনী অনুষ্ঠানে বাংলাদেম স্কাউটস এর সভাপতি মোঃ আবুল খালাম আজাদকে স্মারক ক্রেস্ট প্রদান করেন জেলা স্কাউটস এর সভাপতি ড. মুহাম্মদ মোশররফ হোসেন। কোর্সে প্রশিক্ষক রয়েছেন কোর্স লীডার মোঃ আনোয়ারুল ইসলাম এল,টি, মোঃ আবুল খায়ের এল টি, আবু নোমান সরকার এলটি,ফারুক আহমেদ, জুবায়ের ইউসুফ,আশিকুজ্জামান, আবুল হাশেম প্রমুখ।
কোর্সে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কর্মকর্তা জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ ৪০ জন অংশ নিচ্ছে। আগামী ১৬ আগষ্ট পর্যন্ত এ কোর্স চলবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |