আশুগঞ্জ প্রতিনিধি : | বুধবার, ২৯ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 580 বার
ট্রানশিপমেন্টের আওতায় ভারতীয় লৌহজাত পণ্যবাহী (রড) একটি জাহাজ আশুগঞ্জ নৌ-বন্দরে এসে নোঙর করেছে। গত মঙ্গলবার ২৮ মার্চ,বিকেল সাড়ে চারটার দিকে এমভি নিউটেক নামের এই জাহাজটি ৮৩৩ দশমিক ৬৪ মেট্রিক টন রড নিয়ে আশুগঞ্জ নৌ-বন্দরে এসে পৌঁছে। আশুগঞ্জ নৌ-বন্দরের পরিদর্শক মো. শাহআলম বিষয়টি নিশ্চিত করে জানান, সব ধরনের মাশুল পরিশোধ করে এ জাহাজের পণ্য আগামী বৃহস্পতিবার সকাল থেকে ট্রাকে বোঝাই করে সড়ক পথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় নিয়ে যাওয়া হবে। এজন্য আজ বুধবার বিকেলে জাহাজ থেকে রড খালাসের কাজ শুরু করা হবে। নৌ-বন্দর কর্তৃপক্ষ জানায়, কলকাতার ডায়মন্ড হারবার বন্দর থেকে ১০দিন আগে রড বোঝাই দু’টি কার্গো জাহাজ আশুগঞ্জের উদ্দেশে রওনা হয়। এর মধ্যে গতকাল মঙ্গলবার বিকেলে এমভি নিউটেক নামের জাহাজটি এসে পৌঁছে। এছাড়া এমভি-সেভেন নামের আরো একটি ভারতীয় জাহাজ ৫৪৬ দশমিক ৩৯ মেট্রিক টন রড নিয়ে কয়েকদিনের মধ্যে আশুগঞ্জ নৌ-বন্দরে পৌঁছাবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |