শফিকুল ইসলাম সোহেল | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 313 বার
ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় ক্রিসেন্ট কিন্ডার গার্টেনের সহকারি শিক্ষিকা নওশীন আহমেদ দিয়ার মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। ওই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের হাতে এই স্মারকলিপি তুলে দেয়া হয়। এ সময় দিয়ার বাবা ও মামলার বাদী শিহাব উদ্দিন গেন্দু, শ্বশুর ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম তৈমুর, ক্রিসেন্ট কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মরিয়ম আক্তার, পরিচালনা কমিটির সহ-সভাপতি অ্যাডঃ মো. হাবিব উল্লাহ, অ্যাডঃ সৈয়দ তানবীর হোসেন কাউসার, অ্যাডঃ মো.মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার ও সিভিল সার্জন বরাবরও স্মারকলিপির কপি দেয়া হয়। ৪ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভুল চিকিৎসায় নওশীন যান উল্লেখ করে আদালতে মামলা হয়। মামলায় হাসপাতালের পরিচালক ডা. ডিউক চৌধুরী, অরুনেশ্বর পাল অভি ও মো. শাহাদাত হোসেন রাসেলকে অভিযুক্ত করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |