| বুধবার, ২৪ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 923 বার
আইনশৃঙ্খলা রক্ষা এবং মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য ‘কবি কাজী নজরুল ইসলাম স্বর্ণপদক-২০১৬’ পেলেন ব্রাক্ষ্মণবাড়িয়া সদর থানার অফিসার-ইন-চার্জ মো. মঈনুর রহমান। ২৩ আগস্ট রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হয় মেধাদীপ্ত এই পুলিশ কর্মকর্তার হাতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি এবং কবি কাজী রোজী এম.পি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. সুজাউল করিম চৌধুরী বাবুল।
কর্মের স্বীকৃতিস্বরুপ পদক পাওয়ার প্রতিক্রিয়ায় জনাব মঈনুর রহমান জানান, মানুষের কল্যাণে কাজের মাধ্যমেই আমরা পরিচিত হতে চাই। মানব সেবামূলক চাকুরির সুবাদে সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করতে। এই স্বীকৃতি আগামী দিনে মানব কল্যাণে নিজেকে আরো বিলিয়ে দিতে উৎসাহ যোগাবে। আমাকে এই সম্মাণে ভূষিত করায় আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |