| মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 949 বার
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্তমান মেয়র ও আগামী দিনের মেয়র প্রার্থী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন আমার স্বপ্ন একটি সুন্দর পৌরসভা গঠন করা, এই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। পৌরসভার চেয়ারম্যান ও মেয়র হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছি এবং সরকারি ভাবে পৃথিবীর ৯টি উন্নত বিশ্বের শহর অবকাঠামো নির্মাণ ও পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করেছি। তাছার আমি ম্যাব এর সহ-সভাপতি হিসেবে দাতা সংস্থা থেকে অনেক উন্নয়ন প্রজেক্ট আনতে পেরেছি। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি পৌরসভার উন্নয়ন কাজ বাস্তবায়ন করে চলছি। তিনি বলেন আমার অভিজ্ঞগতা ও পৌরবাসীর সহযোগিতার কারনে এক সময়ের ঋণগ্রস্থ পৌরসভা এখন অর্থনৈতিক ভাবে সম্মৃদ্ধ হয়েছে। মেয়র তাঁর সময়ে শহরের বিভিন্ন উন্নয়ন কার্মকান্ডের বনর্না দিয়ে বলেন এখন যে সব এলাকায় উন্নয়ন কাজ বাকি রয়েছে তা সম্পাদনে আমি আপনাদের কাছে আরো সময় চাই। মেয়র গতকাল সোমবার বিকালে মধ্য মেড্ডার জামে মসজিদ সংলঙ্গ মাঠে এলাকার যুবকবৃন্দ আয়োজিত এক নির্বাচনী মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এলাকার বিশিষ্ট ব্যক্তি হাজী জয়নাল আবেদিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যানের বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, হাজী মোঃ আবুল কাসেম, মোঃ আবু তাহের মিয়া, মোঃ আব্দুর রহিম, মোঃ ইউনুছ মিয়া, রহিম মিয়া, আমিরুল ইসলাম মাস্টার, আমেনা বেগম।সভা পরিচালনা করেন জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাকির মিয়া, মোঃ রনি, মোঃ সুমন মিয়া, মোঃ শাকিল আহমেদ, মোঃ রনি, মোঃ মনির হোসেন, মোঃ রাকিব আহমেদ, মোঃ জীবন মিয়া, মোঃ জুম্মান, মোঃ আলাল মিয়া, শ্যামল, মোঃ সুজন মিয়া, মোঃ জুবায়ের আহমেদ, মোঃ ইমন, মোঃ সোহেল মিয়া, মোঃ মীরজান, মোঃ বাদশা, মোঃ সুমন মিয়া, মোঃ জুয়েল প্রমুখ। সভায় বক্তাগন ও উপস্থিত ব্যক্তিবর্গ মেয়র মোঃ হেলাল উদ্দিনের পক্ষে নিজেদের সমর্থন জ্ঞাপন করেন এবং সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বক্তাগন চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় আগামী পৌর নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদে পূনরায় মোঃ হেলাল উদ্দিনকে আওয়ামীলীগ সমর্থীত মেয়র প্রার্থী মনোনয়ন করার দাবি জানান। এর পূর্ব বিকালে মেয়র মোঃ হেলাল উদ্দিনের সমর্থনের শহরে মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রায় ছয়শতাধীক মোটর সাইকেল এতে অংশ গ্রহন করে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |