ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫ | পড়া হয়েছে 1101 বার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বুধবার ৩০ ডিসেম্বর সকাল ১১টা মেঘনা নদীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ৫ যাত্রী নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সকাল ১১টার দিকে ট্রলারটি ৫০-৬০ জন যাত্রী নিয়ে যাত্রা করে। মেঘনা নদী সংলগ্ন পানিশ্বরের বাজারঘাট এলাকা থেকে আশুগঞ্জের উদ্দেশে যাচ্ছিল ট্রলারটি। কিছুদূর যেতেই পানিশ্বর এলাকা পার হওয়ার আগে হঠাৎ ট্রলারটি ডুবে যায়। এতে অন্যদের উদ্ধার করা গেলেও ৫ যাত্রী নিখোঁজ রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আবদুল হক। তিনি বলেন, পানিশ্বর সরাইলের বিচ্ছিন্ন একটি স্থান। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |