| রবিবার, ১৭ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 189 বার
যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় মওলানা আবদুল খান ভাসানীর ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৭ নভেম্বর ২০১৯) বিকেলে ভাসানী চর্চা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক আবদুন নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচকবৃন্দ বলেন, মওলানা মওলানা আবদুল খান ভাসানী আজীবন সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, জমিদার, লুটেরা শোষকদের বিরুদ্ধে মেহনতি মানুষের মুক্তির জন্য লড়াই সংগ্রাম করেছেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশাসন, ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস মওলানা মওলানা আবদুল খান ভাসানীকে বাদ দিয়ে লিখা যাবেনা। বর্তমানে ইতিহাস বিকৃতির চর্চা চলছে। মওলানা ভাসানীকে ইতিহাস থেকে মুছে ফেলার গভীর ষড়যন্ত্র চলছে। বক্তারা বলেন, ইতিহাসে যার যে টুকু প্রাপ্য তা দেয়া না হলে আগামী প্রজন্ম সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হবে। মওলানা ভাসানীর প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তারা আরো বলেন, যতদিন এ দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তি না মিলবে, যতদিন এ দেশে সাম্রাজ্যবাদী শোষণ থাকবে ভাসানীও ততদিন প্রাসঙ্গিক থাকবেন।
ভাসানীর বর্নাঢ্য রাজনৈতিক জীবন থেকে অনপ্রেরণা নিয়ে সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ বিরোধী, কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তি তথা শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে শরীক হওয়ার জন্য আলোচকরা উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
অ্যাডভোকেট মোঃ নাসির মিয়ার পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন ৭২’র সংবিধান পুনঃপ্রতিষ্ঠা কমিটি জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোঃ জামাল, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহাম্মদ তফসির, অবসরপ্রাপ্ত শিক্ষক মতিলাল বনিক, জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন সাঈদ, জেলা সিপিবির সাধারন সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি প্রদ্যোৎ নাগ, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ জাসদের জেলা সাধারন সম্পাদক জিয়া কারদার নিয়ন, জেলা ঐক্য ন্যাপের সাধারন সম্পাদক আবু কালাম নাঈম, জেলা ছাত্র মৈত্রীর নেতা নাবিল তাওসিফ বিন শিবলী প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |