ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 881 বার
শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে গত রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি রেজওয়ানুর রহমান। জেলা শিল্পকলা একাডেমীর সহ- সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এস এম শফিকুলাহ্, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এস. আর. এম ওসমান গণি সজীব। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাংবাদিক আবদুন নূর, দৈনিক সরোদ’র সম্পাদক পীযুষ কান্তি আচার্য্য, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলী আকবর, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ্, গভঃ মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক নাট্যকার আনোয়ার হোসেন সোহেল, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মোমিনুল আলম বাবু প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে সংস্কৃতির রাজধানী। এই ব্রাহ্মণবাড়িয়াতে অনেক গুনী ও খ্যাতিমান ব্যক্তির জন্ম। যারা আলো ছড়িয়েছেন সারা বিশ্ব জুড়ে। এই সংস্কৃতিকে লালিতকরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাবছর জুড়ে শিল্পকলা একাডেমী তাঁর দক্ষ প্রশিক্ষক দ্বারা আমাদের শিশুদেরকে সংস্কৃতির শিক্ষা দিয়ে আসছে। তিনি বলেন, সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত থাকলে শিক্ষার্থীরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে দূরে থাকে। জঙ্গিবাদ, মাদকাসক্ত থেকে আমাদের ছেলে মেয়েদের দূরে রাখতে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি। পরে একুশে ফ্রেব্র“য়ারী উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। আলোচনা সভাশেষে উপস্থিত অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |