প্রতিনিধি | শনিবার, ০২ এপ্রিল ২০১৬ | পড়া হয়েছে 1143 বার
‘ভোটের দিন সকাল ১০ টার মধ্যে ভোট নেয়া শেষ হবে’ দলীয় নেতাকর্মীদের এমন প্রচারনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগের নেতাদের আহবান জানিয়েছেন সরাইলের এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। সেই সাথে গণতান্ত্রিক আচরণ ও প্রত্যাশা করেন এমপি। গত শুক্রবার সকালে সাংবাদিকদের তিনি লিখিত বক্তব্যে বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার তার বিবৃতিতে আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন। তা অসত্য, ভিত্তিহীন ও উদ্যেশ্য প্রনোদিত। আমি আমার দলীয় প্রার্থীদের পক্ষে কোন সভা সমাবেশ করিনি। কোথাও ভোট চাইনি। নির্বাচন সংশি¬ষ্ট কোন কর্মকর্তার উপর কোন চাপ সৃষ্টি করিনি। এমনকি আজ পর্যন্ত কোন রিটার্নিং অফিসারের সাথে আমার কথাও হয়নি। আমি সরাইল উপজেলায় জাতীয় পার্টির মনোনিত প্রার্থীদের দলীয় প্রতীক বরাদ্দের পত্র বিতরনের দিন সকলের উদ্দ্যেশ্যে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আহবান জানিয়েছি মাত্র। সারাদেশে অনুষ্ঠিত গত ইউপি নির্বাচনের চিত্র আমাদেরকে শংকিত করে তুলেছে। সরাইল উপজেলায় কেন্দ্র দখলের মহড়া ও ভোট ডাকাতি না হয়ে একটা শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের দাবী জানানো নিশ্চয়ই আচরন বিধি লঙ্ঘন নয়। এটা আমার কোন অপরাধও নয়। তিনি জেলা আ’লীগ নেতৃবৃন্দের উদ্যেশ্যে বলেন, আমার (এমপি’র) দ্বারা আচরন বিধির একটা অক্ষর কিংবা দাড়ি কমা ও লঙ্ঘিত হবে না। আপনারা ও আপনাদের নেতাকর্মীদের এই নির্দেশ প্রদান করুন। অবশিষ্ট ইউপি নির্বাচন গুলো নিরপেক্ষ ও সুষ্ঠ হলে ভবিষ্যতে জাতীয় সহ যে কোন নির্বাচন আওয়ামীলীগ সরকারের অধীনে সম্পন্ন করতে রাজনৈতিক দল এবং জনগণ ভরসা পাবে। উলে¬খ্য, আগামী ২৩ এপ্রিল সরাইল উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |