প্রতিনিধি | মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০১৬ | পড়া হয়েছে 1024 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর গ্রামে তিতাস নদীর মোহনায় কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যস্নান ও ত্রিবেনী মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার ৫ এপ্রিল ভোর থেকে শুরু হওয়া এ স্নানোৎসব ও মেলা চলবে দিনব্যাপী।
জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের সর্বশেষ রাজা বীরবিক্রম মানিক্য বাহাদুর নদীর এ স্থানে স্নানের প্রচলন করেছিলেন। সেই থেকে প্রতিবছরই পূণ্যস্নান করতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ আশপাশের উপজেলা থেকে হিন্দু ধর্মের লোকজন এ ঘাটে আসেন।
মঙ্গলবার দুপুরে সরেজমিন দেখা যায়, রেলসড়কের পশ্চিম পাশে তিতাসের মোহনায় কড়ই তলার ঘাটে শত শত পূণ্যার্থীর ভীড়। পাপ মোচন ও পরিবার পরিজনদের মঙ্গলার্থে তারা এ ঘাটে স্নানে নামেন।
আখাউড়া পৌর এলাকার থেকে স্নান করতে আসা ঝর্ণা ঘোষ বলেন, পূণ্য লাভের আশায় এবং নিজের ও স্বামী-সন্তানের কল্যাণার্থে স্নান করতে এখানে এসেছি।
একই এলাকার স্বপ্না ঘোষ বলেন, আজকে পূণ্য তিথী। তাই জা, বোন ও বোনের মেয়েসহ ১০/১২ জন এসেছি। যা পাপ আছে তা তিতাসে বিসর্জন দিতে।
পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রাম থেকে আসা অরুন ভৌমিক ও যমুনা রাণী দাস বলেন, প্রয়াত মা-বাবার মঙ্গলার্থে পূণ্যস্নানে এসেছি।
এদিকে পূণ্যস্নান উপলক্ষে কল্লা শহীদ মাজার সংলগ্ন উচ্চ বিদ্যালয়ের মাঠে বসেছে মেলা। মেলায় কৃষিজ পণ্যসহ মাটির জিনিসপত্র, বাঁশ-বেত সামগ্রী, খেলনা, মুড়ি-মুড়কি, হাঁড়ি-পাতিল, দা-ছুরি-চাকুসহ গৃহস্থালি জিনিসপত্রের নানা পসরা বসেছে।
দূর-দূরান্ত থেকে স্নান ও মেলায় যারা আসেন তারা যাতে নির্বিঘ্নে অংশ নিতে পারেন সেজন্য প্রতিবছরই কমিটির পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। কমিটির পক্ষ থেকে সমবেতদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |