ডেস্ক রিপোর্টঃ | শুক্রবার, ১০ জুন ২০১৬ | পড়া হয়েছে 1003 বার
মধ্যরাত থেকে তালিকাভুক্ত জঙ্গি ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযানে নামছে পুলিশ বাহিনী। সারাদেশব্যাপী এ অভিযান আজ শুক্রবার থেকে শুরু ।পরবর্তী সাত দিন এ অভিযান
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
সভায় আইজিপি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী প্রচারণা জোরদার করতে হবে। জঙ্গি ও সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য কমিউনিটি পুলিশিংকে কাজে লাগাতে হবে। একই সঙ্গে দেশব্যাপী জঙ্গিদের তালিকা হালনাগাদ করা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো, ওয়ার্ড কমিউনিটি পুলিশিংকে কার্যকর করা, আগন্তক ও ভাড়াটিয়াদের ওপর নজরদারি বাড়ানো, বিদেশিদের নিরাপত্তা দিতে হবে। তবে কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হন, সেজন্য পুলিশ কর্মকর্তাতের সতর্ক করা হয়।
এসপি বাবুল আক্তারের স্ত্রীকে হত্যার ঘটনা অত্যন্ত নির্মম, বর্বরোচিত ও দুঃখজনক উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে।
তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। বাবুল আক্তারের দুই সন্তান ও পরিবারের অন্য সদস্যদের খোঁজ-খবর নেন।
সভায় অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হেমায়েত হোসেন, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মো. আবুল কাশেম, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, সকল কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, জয়পুরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নীলফামারী, বগুড়া, ঝিনাইদহ ও নাটোর জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুনের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |