মো ঃ আবুল হাসনাত অপু | রবিবার, ০৩ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 312 বার
জেলার সার্বিক উন্নয়নে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানোর মধ্য দিয়ে ঐতিহাসিক জেলা আন্দোলনে শহীদ উবায়দুর রউফ পলু’র স্মৃতি রক্ষায় গঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নব নির্বাচিত কমিটির অভিষেক বর্ণাঢ্য আয়োজনে মনোরম পরিবেশে গত পহেলা নভেম্বর রাতে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদমঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ হাসান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক উপদেষ্টা এবং রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সরকারি কলেজ ছাত্র সংসদের আজীবন সদস্য আব্দুল্লাহ আল বাক্কী, জেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন ও শাহ আলম সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না।
বিশিষ্ট সংস্কৃতিসেবী ও উপস্থাপক আল আমীন শাহিনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আলী মাউন পিয়াস। পরিষদের নব নির্বাচিত জেলা কমিটি, সদর উপজেলা কমিটি এবং পৌর শাখা কমিটির শপথ বাক্য পাঠ করান এড. মাহবুবুল আলম খোকন। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে রজনীগন্ধা ফুল দিয়ে অভিষিক্ত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সাবেক সাধরণ সম্পাদক এবং বর্তমান স্থায়ী কমিটির সদস্য আরমান উদ্দিন পলাশ, সাবেক সদস্য সচিব ও বর্তমান স্থায়ী কমিটির সদস্য এহসান উল্লাহ মাসুদ, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি তফাজ্জল হোসেন জীবন, সহ-সভাপতি এজাজ আহাম্মেদ মনির, সহ-সভাপতি সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল চৌধুরী, সাংগঠণিক সম্পাদক কামরুল হাসান নান্টু, কার্যকরী সদস্য এড. শেখ মোঃ জাহাঙ্গীর, শরীফ আহমেদ খান, সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রাজিবুল হাসান, সহ-সভাপতি জুবায়ের আহমেদ শিপন, সাধারণ সম্পাদক জিয়া কারদার নিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, পৌর শাখার সভাপতি এড. কামরুজ্জামান অপু , সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তৌছির, তুষার,আরমান উদ্দিন, জুয়েল, নজরুল, মাকসুদুল আলম দেলোয়ার, কামরুজ্জামান সবুজ, ইমুনি ইষ্টিয়ান, মাওলানা ইসহাক প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ আবু সাঈদ বলেন, জেলা উন্নয়ন পরিষদের সকল নেতা কর্মী সদস্যসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রশাসন জনপ্রতিনিধি যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে সহযোগী মনোভাব নিয়ে কাজ করে যেতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করলেই জেলার সার্বিক উন্নয়ন সম্ভব। তিনি জেলা আন্দোলনে শাহাদাৎ বরণকারী উবায়দুর রউফ পলু’র স্মৃতিকে রক্ষায় জেলা উন্নয়ন পরিষদের মাধ্যমে যারা সামাজিক দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী ২৭ নভেম্বর যথাযথ ভাবে ঐতিহাসিক জেলা আন্দোলন ও উবায়দুর রউফ পলু দিবস পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে জেলা আন্দোলনের কারা নির্যাতিত নেতা সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এড. হুমায়ুন কবিরের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। দ্বিতীয় পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি, যাদু, সংগীতসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |