| শনিবার, ৩০ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 961 বার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি বাল্য বিয়ে প্রতিরোধসহ সমাজের নানা উন্নয়ন কাজে নারী প্রতিনিধিদের ভূমিকা রাখার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন বর্তমান সরকার নারীদের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। এর সুফল আজ নারীরা ভোগ করছে।
তিনি গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে নব নির্বাচিত ও সাবেক নারী জন প্রতিনিধিদের সাথে মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি নারী উন্নয়ন ফোরামের বিক্রয় কেন্দ্রের উদ্ধোধন করেন। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। এতে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র নায়ার কবির,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মহসীন মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশুগঞ্জ মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, নারী উন্নয়স ফোরামের সাধারন সম্পাদক শরীফা বেগম জনী প্রমুখ। পরে সংসদ সদস্য উপজেলা পরিষদ চত্বরে নারী উন্নয়ন ফোরাম পরিচালিত নারী উদ্যোক্তাদের তৈরী বিভিন্ন পন্য বিক্রয় কেন্দ্র ‘অপরাজিতার’ উদ্ধোধন করেন। এসময় প্রধান অতিথি বলেন- সরকারী উপযুক্ত জায়গা পেলে ভবিষৎতে নারী উদ্যোক্তাদের জন্যে একটি মার্কেট নির্মান করার উদ্যোগ নেয়া হবে।
মত বিনিময় সভায় জানানো হয় ২০১৪ সালে নারী উন্নয়ন ফোরাম যাত্রা শুরু করে। এরপর গত দু-বছরে ৭’শ নারীকে বিভিন্ন কোর্সে প্রশিক্ষন প্রদান করা হয়। সেলাই, ব্লক-বাটিক,হস্তশিল্প,কার্পেট ও মোমবাতি তৈরী,বিভিন্ন ধরনের শোপীস তৈরী এবং ধাত্রী বিষয়ে এসব প্রশিক্ষন দেয়া হয়। এদিকে সংসদ সদস্য মোকতাদির চৌধুরী আজ সদর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্ধোধন করেন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর কার্য্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |