বার্তা প্রেরক | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 1143 বার
সরাইলের বিশিষ্ট সমাজ সেবক, শাহজাদাপুর ইউপি জাতীয় পার্টীর সভাপতি ও দেওড়া ৭ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শরীফ উদ্দীন ফানু (৬৫) আর নেই (ইন্না লিলাহি….রাজিউন)। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হ্নৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যু কালে তিনি স্ত্রী এক ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফানু মিয়া এক যুগেরও অধিক সময় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি তিনবার নির্বাচনে জয় লাভ করে ইউপি সদস্য ও দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের অভিভাবক প্রতিনিধিত্ব করেছেন। একবার তিনি ওই বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। জনপ্রিয় এ জন প্রতিনিধি সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গতকাল (বুধবার) বাদ যোহর দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টীর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা চেয়ারম্যন এড. আবদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব খান বাবুল।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টীর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শামীমুল হক, বর্তমান সভাপতি মোহাম্মদ মাহবুব খান বাবুল, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, সম্পাদক বদর উদ্দিন ও সাংবাদিক রিয়াসাদ আজিম জহির।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |