প্রতিনিধি | বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 1177 বার
সরাইলে সরকারি জায়গায় নির্মিত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার উপজেলার শাহজাদাপুর গ্রামে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইরিন আক্তার দিনভর এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শাহজাদাপুর চক বাজার এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাদেম ও বর্তমান ইউপি সদস্য মফিল মিয়া খাদেম সহ একটি প্রভাবশালী ভূমি খেকু সিন্ডিকেট ১নং খাস খতিয়ানভুক্ত জায়গা দখল করে রেখেছে। সেখানে তারা আধাপাকা ও টিনশেড তৈরী করে মোটা অংকের জামানত নিয়ে মাসিক ভাড়ায় দোকান বরাদ্ধ দিয়ে বানিজ্য করেছন দীর্ঘদিন ধরে। তারা সরকারি বিধি নিষেধ মানছেন না। এক বছর আগেও ওই অবৈধ স্থাপনা গুলি গুড়িয়ে দিয়েছিল প্রশাসন। কিছুদিন পরই আবার তারা সেই জায়গা আবার দখল করে বসেন। জেলা প্রশাসন সম্প্রতি সরকারি জায়গার দখল ছাড়ার জন্য বারবার নোটিস দিলেও আমলে নেয়নি দখলদাররা। গতকাল জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে সরকারি জায়গার ছোট বড় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বোল্ড ডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। উচ্ছেদ অভিযানে সহায়তা করেছে সরাইল থানা পুলিশ। সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাইনুল আবেদীন বলেন, দখলদাররা সরকারি নির্দেশ অমান্য করেছে। আবার দখল করলে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |